বুধবার   ৩০ এপ্রিল ২০২৫   বৈশাখ ১৬ ১৪৩২   ০২ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫৭

শার্শা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন 

বেনাপোল প্রতিনিধি -00

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১  

২২ অক্টোবর (শুক্রবার)   প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।  নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা হলেন-শার্শা ইউপি তে কবির উদ্দিন আহম্মদ , ডিহি  ইউপিতে মোঃ আসাদুজ্জামান , লক্ষনপুর   ইউপিতেমোছাঃআনোয়ারা খাতুন ,বাহাদুরপুর  ইউপিতে মোঃ মিজানুর রহমান ,

পুটখালী ইউপিতে মোঃ আঃগফ্ফর সরদার,  গোগা ইউপিতে মোঃ আঃরশিদ, কায়বা  ইউপিতে মোঃ হাসান ফিরোজ আহম্মেদ ,বাগাআঁচড়া ইউপিতে মোঃ ইলিয়াস কবির (বকুল), উলাশী ইউপিতে মোঃআয়নায় হক , নিজামপুর  ইউপিতে মোঃআব্দুল ওহাব, কে মনোনীত করা হয়েছে।
আওয়ামী লীগের মনোনীত এই ১০ প্রার্থী আগামী ২৮ নভেম্বর নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে লড়বেন। 

এই বিভাগের আরো খবর